বিডি জনপ্রত্যাশাঃ | ২২ আগস্ট ২০১৯ | ১১:০১ অপরাহ্ণ | পড়া হয়েছে 484 বার
যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যকার শীতল যুদ্ধকালীন সাহায্য চেয়ে একটি চিঠি লিখে বোতলে ভরে সাগরে ভাসিয়েছিলেন রুশ নৌবাহিনীর এক কর্মকর্তা।
যুদ্ধজাহাজ থেকে পাঠানো সেই চিঠিটি পাওয়া গেছে ৫০ বছর পর; তাও আবার প্রেরকের শত্রু রাষ্ট্রে!
গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বার্তাবাহক বোতলটি যুক্তরাষ্ট্রের পশ্চিম আলাস্কার সমুদ্রতট থেকে উদ্ধার করা হয়। আগুন জ্বালানোর জন্য খড়কুটো সংগ্রহ করছিলেন টেলর ইভানফ নামে এক স্থানীয়। ঝোপের মধ্য দিয়ে হাঁটার সময় সবুজ রঙের একটি বোতল দেখতে পান তিনি।
ইভানফের ভাষায়, ‘বোতলটা ভালো করে নিরীক্ষণ করে দেখলাম, এর কর্কটা বেশ মজবুত করে আটকানো। বোতলের ভেতরে রয়েছে এক টুকরো কাগজ।’
রাশিয়ান ভাষায় লেখা সেই চিঠির মর্মার্থ উদ্ধারে সাহায্য চেয়ে ফেসবুকে পোস্ট দেন ইভানফ। এক রুশ নাগরিক তাকে জানান, চিঠিটি ১৯৬৯ সালে লেখা।
চিঠিতে একটি ঠিকানা লিখে বলা হয়েছে, যিনি পাবেন, তিনি যেন জবাব দেন কিংবা সাহায্য পাঠান। চিঠিটি উদ্ধারের খবরের পর তা দেখানো হয় এর লেখক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন অ্যানাতোলিকে। এরপর সংবাদমাধ্যমকে তিনি ৩৩ বছর বয়সে প্রশান্ত মহাসাগরে একা একটি যুদ্ধজাহাজ সামলানোর সেই অভিজ্ঞতা বর্ণনা করেন।