| ১০ মে ২০২০ | ১:১৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 927 বার
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদেরকে নিয়ে ৯নং ওয়ার্ড প্রবাসী পরিষদ নামে নতুন কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি বালিয়াটিলা গ্রামের সৌদি প্রবাসী মোঃ জয়নাল আবেদীনকে সভাপতি করে এবং কছমুলিরপার গ্রামের ওমান প্রবাসী মোঃ তারেকুর রহমান তারেককে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান সদস্যরা হলেন সিঃসহ-সভাপতিঃমোঃ আজিজুল হক (বিলেরপার) দুবাই, সহ সভাপতি মোঃ গিয়াসউদ্দিন হেলাল-কেওলাকান্দি বাহরাইন, মোঃ জহিরুল ইসলাম পঃবিঃপার-বাহরাইন মোঃলুৎফুর রহমান-কছমুলিপার-ওমান।
মোঃ আউয়াল মিয়া বালিয়াটিলা কুয়েত, মোঃ মদরিস আলী-দক্ষিন টিলা -দুবাই সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃতাওহীদুল ইসলাম তানভীর-বিঃপার-কাতার, সহ-সাধারণ সম্পাদক মোঃ জসীম উদ্দিন কেওলা কান্দি দুবাই, মোঃ মঈনুল ইসলাম-দক্ষিন টিলা -দুবাই মোঃ আব্দুল হামিদ-কেওলাকান্দি-কাতার,
সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম নাহিদ বালিয়া সৌদি প্রবাসী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন-বালিয়া-ওমান, মোঃ সাদিকুর রহমান-বিলের পার-ওমান, মোঃআলকাছ মিয়া-বিলেরপার-দুবাই,
মোঃএমদাদুর রহমান বুলবুল-কছমুলিপার-কুয়েত, অর্থবিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, কেওলাকান্দি-দুবাই, সহ অর্থ বিষয়ক সম্পাদক মোঃ রাজন আহমদ-কছমুলিপার-ওমান, প্রচার সম্পাদক মোঃজামিল আহমদ-কছমুলিরপার-কুয়েত, সহ-প্রচার সম্পাদক মোঃ আশরাফুল আকাশ বালিয়া-কুয়েত,
ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রহমান কেওলাকান্দি-কাতার সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আব্দুস সালাম -আঃপাড়া -দুবাই, সহঃ স কঃ সম্পাদক মোঃ ওয়াহিদ সোহেল কেওলাকান্দি-সৌদি।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ জামাল আহমদ সবুজ -বালিয়া-ওমান, মোঃ আব্বাছ আলী-পঃবিঃপার-ওমান, যুব বিষয়ক সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক-পঃবিঃপার ওমান, সহ যুব বিষয়ক সম্পাদক আবু হোসেন-দক্ষিন টিলা-দুবাই,
মোঃ মেহরাজুল ইসলাম শিমুল বিলেরপার-দুবাই, মোঃজুয়েল আহমদ-পশ্চিম বিলেরপার- ওমান, মোঃ বাবুল আহমদ বিলের পার-ওমান, মোঃ চেরাগ আলী-কেওলাকান্দি-ওমান।