| ১১ জানুয়ারি ২০২১ | ৯:৫৬ অপরাহ্ণ | পড়া হয়েছে 81 বার
গত ৯ ই জানুয়ায়ী রোজ শনিবার বেলা ৩ ঘটিকায় পীরের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে হাজীপুর ইউনিয়নের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন হাজীপুর ইউনিয়ন যুব পরিষদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
সংগঠনের সভাপতি জুবায়ের আহমেদ জুবেলের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নিয়ামত আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজা খাঁন বেহেশতী, যুগ্ম সাধারণ সম্পাদক হাছিব আহমদ সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম জায়েদ।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কামাল আহমদ, মুস্তাকিম আহমদ, রায়হান আহমদ ইমন, আব্দুল মুয়িদ, সাইফুর রহমান সুজন, আল আমিন আহমদ, প্রমুখ। অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।