বিডি জনপ্রত্যাশাঃ | ০৯ সেপ্টেম্বর ২০১৯ | ১:৫২ অপরাহ্ণ | পড়া হয়েছে 480 বার
বিডি জনপ্রত্যাশাঃ একটি গলদা চিংড়ির ওজন সাড়ে দশ কেজি। ভাবা যায়! সত্যিই এমনই এক চিংড়ি ধরা পড়েছে। একে একটি ছোটখাট একটি ডায়নোসরের সাথে তুলনা করেছেন খামা’র মালিক স্টিফিন জর্ডান। বিক্রি বা রান্না নয়, ৯৫ বছরের এই প্রাণীকে ক্রেতার সামনে প্রদর্শনে আগ্রহী।
এই গলদা চিংড়িটির ওজন ২৩ পাউন্ড বা ১০ কেজি ৪৩২ গ্রাম। এই চিংড়ির খাবার টেবিলে দেখার চেয়ে তার সাথে ছবি তুলতেই ক্রেতাদের বেশি আগ্রহ। তাই চিংড়িটির ওজন ও বয়স বিবেচনা করে এটি বিক্রি বা রান্না না করে ক্রেতার সামনে প্রদর্শন করেই আনন্দ পান খামা’র মালিক স্টিফিন জর্ডান।
যুক্তরাষ্ট্র সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, আকর্ষনীয় এই প্রাণীটি রান্না না করে এর জীন বাঁচিয়ে রাখতে আগ্রহী একটি সামুদ্রিক খাবার বিক্রেতা প্রতিষ্ঠান। ক্রিবি করার দারুন সুযোগ থাকলেও চিংড়িটিকে ‘লং আয়ডারল্যান্ড’ এর অ্যাকুরিয়ামে দান করে দিয়েছেন তারা।