| ২৫ অক্টোবর ২০২০ | ১:১১ অপরাহ্ণ | পড়া হয়েছে 131 বার
করোনা পরিস্থিতির মধ্যেই অনেকের মতো কাজে ফিরেছেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী সামিনা চৌধুরী। এরই মধ্যে প্রকাশের অপেক্ষায় আছে তার কণ্ঠের নতুন দুটি গান। একটির শিরোনাম ‘সেই যে চলে গেলে’।
এটি লিখেছেন জামাল হোসেন, সুর ও সঙ্গীতায়োজন করেছেন কিশোর দাশ। গানটি প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, ‘চমৎকার সুরের গান এটি। কথাও জামাল হোসেন ভাই দারুণ লিখেছেন। সবমিলিয়ে এটি শ্রোতাদের মনোযোগ কাড়বে বলে আমার বিশ্বাস।’ এছাড়া ‘কাটবে যেদিন জীবন থেকে কালো আঁধার’ শিরোনামে আরও একটি প্রস্তুত আছে তার।
এটিও লিখেছেন জামাল হোসেন। সুর করেছেন অভি আকাশ এবং সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। এটি প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, ‘এ গানটির সুর ভীষণ মিষ্টি। পুরো সঙ্গীতায়োজন আমার কাছে খুব ভালো লেগেছে।
গানের কথাও চমৎকার।’ দুটি গানই শিগগিরই রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে বলে জানিয়েছেন এ সঙ্গীতশিল্পী। এদিকে অচিরেই একটি ইউটিউব চ্যানেল চালু করবেন সামিনা চৌধুরী। এ চ্যানেল থেকে তার গান, রান্না-বান্নাসহ চিন্তা ভাবনাও ধারাবাহিকভাবে প্রকাশ পাবে বলে জানিয়েছেন তিনি।