বিডি জনপ্রত্যাশাঃ | ২৪ আগস্ট ২০১৯ | ১১:১৪ অপরাহ্ণ | পড়া হয়েছে 557 বার
বিডি জনপ্রত্যাশাঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার ২৪শে আগস্ট দিনব্যাপী সিলেট কানাইঘাট লোভাছড়ায় শাহজালাল ট্রাভেলস এন্ড ট্যুরস এর আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়।
আনন্দ-উল্লাস, সঙ্গীত, কবিতা আবৃত্তি, র্যাফেল ড্র ও বিশেষ সম্মননা ক্রেস্ট প্রদান এর মধ্যদিয়ে দিনব্যাপী চলে শাহজালাল ট্রাভেলস এন্ড ট্যুরস এর আনন্দ ভ্রমন অভিযান।
আনন্দ ভ্রমনে অংশ নেন : মোজাম্মেল হোসেন রুবেল,মাসুদ আহমদ,সায়েম আহমদ,মোঃবেলাল আহমদ চৌধুরী,মোঃফুরাহিম হোসেন,হাসান আহমদ,আশরাফুল ইসলাম,মাছুম আহমদ,আশরাফুল আলম,নিজাম উদ্দিন তারেক,লুকমান চৌধুরী,মোহাম্মদ আলী,রাসেল আহমদ,মামুন চৌধুরী, মামুন চৌধুরী,মোশারফ,আতিকুর রহমান,জুবায়ের আহমদ,ফয়সল আহমদ,মোস্তাফিজ আহমদ,শহীদুর রহমান জুয়েল,আবুল বাশার,মো শিপন খান,ফয়েজ,শামসুল আলম,খালেদ সাইফুল্লাহ,আদিব আহমদ,শেখ এনাম,ইবাদ বিন সিদ্দিক,সাইফ রহমান,ইবাদ, মোস্তাফিজুর রহমান,রফিকুল ইসলাম,হাবিবুর রহমান সাদী,আবু বক্কর সিদ্দিক,মিনহজ প্রমূখ।