বিডি জনপ্রত্যাশাঃ | ১৭ আগস্ট ২০১৯ | ৩:১৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 494 বার
বিডি জনপ্রত্যাশাঃ মৌলভীবাজার সঙ্গীত চর্চা কেন্দ্র রবিরশ্মি’র আয়োজনে অনুষ্ঠিত হলো বর্ষাযাপন ‘শ্রাবণধারা’।
১৬ আগস্ট শুক্রবার সন্ধ্যায় স্থানীয় এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বর্ষাযাপনের এই অনুষ্ঠান। ষড়ঋতুর অন্যতম সৌন্দর্য্যম-িত, প্রাণপ্রাচুর্যে ভরপুর বর্ষা ঋতুর এ আয়োজনে বর্ষার গান কবিতা ও নৃত্যে মুগ্ধ হন আগত দর্শকরা। ছুটির দিনে কয়েকশত দর্শকদের সমাগমে মুখরিত হয় পুরো অডিটোরিয়াম। বর্ষার গানের সাথে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় বর্ষাযাপন অনুষ্ঠান। একে একে এক ঝাক উদীয়মান শিল্পীবৃন্দ পরিবেশন করেন কবিতা আবৃত্তি আর গান। অনুষ্টানের শেষ দিকে মণিপুরী সম্প্রদায়ের রাস নৃত্য দর্শকদের আনন্দ আরো বাড়িয়ে দেয়।
অনুষ্ঠানে সুচনা বক্তব্য রাখেন পৌর মেয়র ফজলুর রহমান, নাট্যকার আব্দুল মতিন।