| ০৩ সেপ্টেম্বর ২০২০ | ১১:২১ অপরাহ্ণ | পড়া হয়েছে 140 বার
বিধিনিষেধের বেড়াজালে ‘এক নেতার এক দেশ’ নীতি কায়েম করেছে সরকার। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় বিভিন্ন ইস্যুতে সরকারের সমালোচনা করে রিজভী বলেন, বিরোধী দল দমন করতে নানা আইন করছে সরকার।
অনলাইন নিবন্ধন বিধিমালা সে কারণেই অনুমোদন দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।