বিডি জনপ্রত্যাশাঃ | ০৩ নভেম্বর ২০১৯ | ১২:০৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 422 বার
বিডি জনপ্রত্যাশাঃ বহুল প্রতীক্ষিত বাংলাদেশ-ভারত লড়াই শুরু হচ্ছে রোববার (৩ নভেম্বর) থেকে। বাংলাদেশ-ভারত ম্যাচ সবসময়ই উত্তেজনাকর হয়ে থাকে। এবারও নিশ্চয় এর ব্যতিক্রম হবে না। তবে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও দেশ সেরা ওপেনার তামিম ইকবাল না থাকায় অনেকটা ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ।
তারপরও অধিনায়ক মাহমুদউল্লাহ আশার কথা শুনিয়েছেন। কোন চ্যানেলে দেখবেন বাংলাদেশ-ভারত ম্যাচ? রোববার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি হবে দিল্লির ফিরোজ শাহ কোটলায় (বর্তমানে স্টেডিয়ামটির নাম অরুণ জেটলি স্টেডিয়াম)। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
সরাসরি দেখাবে জিটিভি। চ্যানেল নাইনও সরাসরি দেখাবে। এছাড়া র্যাবিটহোল (App এবং ইউটিউব) এবং প্রথমআলোর ফেইসবুক (লাইভ স্ট্রিমিং) দিয়ে ম্যাচটি উপভোগ করতে পারবেন। দেখা যাবে স্টার স্পোর্টসেও। লাইভ স্টিমিং হটস্টারে। বাংলাদেশ থেকে একমাত্র ধারাভাষ্যকার হিসেবে থাকবেন আতাহার আলী খান।