বিডি জনপ্রত্যাশা নিউজ ডেস্কঃ | ১১ আগস্ট ২০১৯ | ১০:০০ অপরাহ্ণ | পড়া হয়েছে 636 বার
বিডি জনপ্রত্যাশা নিউজ ডেস্কঃ বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া রাউৎগাঁও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম সাইদুলের শুভেচ্ছা
” ঈদের চাঁদের মহিমায় ধরায় এলো খুশির বান,এসো বিভেদ ভুলে সবাই মিলে গাই মোরা সাম্যের গান। ঈদ মোবারক ৮নং রাউৎগাঁও ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক ও কুলাউড়া উপজেলা তালামীযের সদস্য এস এম সাইদুল ইসলাম এক শুভেচ্ছা বার্তায় বলেন মুসলিম জাতীয়তাবাদে উজ্জীবিত হয়ে মাজলুম কাশ্মীরিদের স্বাধীনতা সংগ্রামের প্রতি অগাধ সমর্থন ও বিশ্বের সকল মাজলুমদের প্রতি সাহায্যের হাত প্রসারিত করে জালেমের বিরুদ্ধে দৃঢ় অবস্থানই হোক “পবিত্র ঈদুল আযহা’র” অঙ্গিকার।
তিনি রাউৎগাঁও ইউনিয়ন বাসি ও কুলাউড়া উপজেলা’র সর্বস্তরের জনসসাধারকে এবং বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সকল স্থরের দায়িত্বশীল, কর্মী, সদস্য ও শুভানুধ্যায়ীদের পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়ে মুসলিম উম্মাহ’র শান্তি ও ঐক্য কামনা করেন।