| ০৪ জানুয়ারি ২০২১ | ১০:৩৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 82 বার
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত কোভিড-১৯ এর ভ্যাকসিন বাংলাদেশে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।
সোমবার (৪ ডিসেম্বর) অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এ টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। এই অনুমোদনের ফলে সেরাম ইনস্টিটিউটের টিকা দেশে আনতে কোনো বাধা থাকছে না।
এবিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা বেক্সিমকোকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দিয়েছি। তারা চাইলে এখন ভ্যাকসিন আনতে পারবে।
এর আগে দুপুরে এনওসি চেয়ে আবেদন করে বেক্সিমকো।
উল্লেখ্য, বাংলাদেশ আগামী মাসের শুরুতে ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে ৫০ লাখ ডোজ টিকা পাবে বলে আশা করা হচ্ছে। প্রতি মাসে ৫০ লাখ ডোজ হিসেবে পুরো তিন কোটি টিকার জন্য সেরামের অ্যাকাউন্টে অগ্রিম টাকা জমা দেয়ার কথাও জানিয়েছিল বাংলাদেশ সরকার।