| ১৩ জুন ২০২০ | ২:৫৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 284 বার
রাজধানীর বনানী কবরস্থানে আওয়ামী লীগের প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমকে দাফন করা হবে।
রবিবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টায় জানাজা শেষে মায়ের কবরেই তাকে সমাহিত করা হবে। মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বাবাকে গ্রামের বাড়ি ও তার নির্বাচনি এলাকা সিরাজগঞ্জের কাজীপুরে নিয়ে যাওয়ার কথা থাকলেও স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে তা বাতিল করা হযেছে।’
জয় জানান, রাতে বাবার মরদেহ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের হিমঘরে রাখা হবে। তার আরেক ভাই তন্ময় যুক্তরাষ্ট্র থেকে রাতেই দেশে ফিরবেন।