| ২৩ মার্চ ২০২১ | ১০:৪৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 113 বার
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার শায়েস্তাগঞ্জ রেঞ্জের আওতাধীন সংরক্ষিত পুটিজুরী বনবিটের মধ্যে অবৈধ দখলে চলে যাওয়া ৫ একর বনভূমি উদ্ধার হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেনের দিকনির্দেশনা অনুযায়ী এ উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা মোঃ শহীদুর রহমান, পুটিজুড়ী বিটের বিট কর্মকর্তা মোঃ জুয়েল রানা, শায়েস্তাগঞ্জ বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ির সহকারী চেক স্টেশন কর্মকর্তা মোঃ আহমদ আলী, শায়েস্তাগঞ্জ রেঞ্জের সহযোগী মোঃ ইসাক আলী, মোঃ মোশারফ হোসেন ও মিনহাজ উদ্দিন দেওয়ান।
এসব তথ্য জানিয়েছে শায়েস্তাগঞ্জ বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ির সহকারী চেক স্টেশন কর্মকর্তা মোঃ আহমদ আলী বলেন, একটি প্রভাবশালী চক্র সংরক্ষিত বনের ৫ একর জমি দখল করে লেবু বাগান গড়ে তুলেছিল। এ জমি উদ্ধার হলো। সংরক্ষিত বনের জমি উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।