| ২৪ জুন ২০২০ | ৭:০০ অপরাহ্ণ | পড়া হয়েছে 246 বার
আজ ২৪ জুন রোজ বুধবার বিকাল ৩ ঘটিকার সময়, ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে মাননীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জনাব তানভীর তরফদার জুম্মন এর পক্ষ থেকে ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার টিমকে N95 মাক্সসহ দাফন-কাফনের জন্য বিভিন্ন সরঞ্জামাদি দেওয়া হয়।
ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার জেলা টিম প্রধান বলেন, আমরা মৌলভীবাজারে দাফন-কাফনে নিয়োজিত আছি, এপর্যন্ত ৭ টি দাফন-কাফন সম্পন্ন করেছি। দাফন-কাফনে আমাদের পিপিইসহ বিভিন্ন সরঞ্জামাদির প্রয়োজন হয়, মাননীয় সচিব জনাব ইমন তরফদার ভাইয়ের মাধ্যমে আমাদের নিয়মিত খোঁজখবর রাখতেছেন, তারই ধারাবাহিতাায় ১৬ জুন আমাদেরকে পিপিই দেন এবং আজ N95 মাস্ক সহ বিভিন্ন সরঞ্জামাদি প্রদান করেন। জেলা টিম প্রধান মাননীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে আন্তরিক ধন্যবাদ জানান। এবং আন্তরিক অভিনন্দন জানান জনাব ইমন তরফদারকে।