বিডি জনপ্রত্যাশাঃ | ২৪ মার্চ ২০২১ | ১১:২৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 171 বার
বিডি জনপ্রত্যাশাঃ কুলাউড়া উপজেলার পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের শিক্ষা সফর সম্পন্ন হয়েছে। ২৪ মার্চ বুধবার অনুষ্টিত এ শিক্ষা সফর ঘিরে দিনব্যাপী ছিলো নানা আয়োজন।
আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি কাটাতে সকাল থেকেই কলেজে হাজির হতে থাকে শিক্ষার্থীরা। প্রভাষক ও সাংগঠনিক কমিটির নেতৃবৃন্দ এবং কারো কারো পরিবার পরিজন শামিল হন সফরে।
১১টায় বাস ছাড়লো শিক্ষা সফরের গন্তব্যস্থল টিলাগাঁও ইউনিয়নের আমানীপুর পার্কের উদ্দেশ্যে। সকালের নাস্তা পর্ব শেষে শুরু হয় বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক পর্ব। হাঁড়ি ভাঙ্গা, ঝুড়িতে বল নিক্ষেপ, শিক্ষক – ছাত্রের অংশগ্রহণে সিক্স এ সাইড ক্রিকেট ম্যাচসহ বিভিন্ন ইভেন্টে মাতোয়ারা ছিলেন সবাই।
দুপুরের খাবারের পর্বে পৃষ্ঠপোষকতা করেন কলেজের প্রতিষ্ঠাতা নিউইর্য়ক প্রবাসী এম এ আহাদের সহধর্মিনী সালমা সুলতানা। খানিকটা বিশ্রাম আর ফটোসেশান এর পর শুরু হয় দ্বিতীয় পর্ব। এ পর্বে সিলেটি ধামাইল গান, রেফেল ড্র অনুষ্ঠিত হয়।
এর ফাঁকে ফাঁকে কবিতা আবৃত্তি ও গান পরিবেশন চলে। সমাপনী অনুষ্ঠানে পাইকপাড়া এম আহাদ আধুনিক কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক আলাউদ্দিন কবিরের সঞ্চালনায় অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মনু মডেল কলেজের প্রতিষ্ঠাতা, পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল লতিফ।
এসময় কলেজের ইংরেজি প্রভাষক মইনুল ইসলাম, কলেজ সাংগঠনিক কমিটির সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম বক্তব্য রাখেন। আরো উপস্থিত ছিলেন প্রভাষক আমিনুর রহমান, পান্না পাল, চয়ন দে, শারমিন আফরোজা শাম্মী, ফারহানা জান্নাত, নিখাত জেরিন শাওন, পিংকি রাণী সাহা, সৈয়দা ফেরদৌস আরা,
কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাজনীন আক্তার, হিঙ্গাজিয়া সিনিয়র মাদ্রাসার আইসিটি শিক্ষক মোছাঃ আয়েশা খানম, কলেজের অফিস সহকারী মনি দীপ গোস্বামী, মনু মডেল কলেজের এডমিন তাহির মাহমুদ, সংগঠক রেজাউল করিম রাজু প্রমুখ।
নানা আয়োজনের আলোকচিত্র ধরে রাখতে নিরলসভাবে শ্রম দিয়ে সকলের প্রশংসা কুড়িয়েছে মাহি ও শাহী।