বিডি জনপ্রত্যাশাঃ | ১০ মে ২০২০ | ৯:৫৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 273 বার
দেশে করোনাভাইরাস পরীক্ষায় আরও ১৬টি ল্যাব এবং ৪০টি বুথ স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রোববার (১০ মে) দুপুরে রাজধানীর ইস্কাটনে করোনা চিকিৎসা হাসপাতাল উদ্বোধন শেষে একথা বলেন তিনি। এসময় সপ্তাহ খানেকের মধ্যেই রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে করোনারোগী ভর্তি শুরু হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, হাসপাতালগুলো যাতে রোগীদের কোভিড-১৯ সার্টিফিকেট দেয় সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। হলি ফ্যামিলির চিকিৎসকরা সরকারি চিকিৎসকদের মতোই প্রণোদনা ও সুবিধা পাবেন।
মন্ত্রী আরও বলেন, বসুন্ধরার কোভিড হাসপাতালটি আগামী সপ্তাহে চালু হবে এসব জায়গায় করোনা সংক্রমিত রোগ নির্ণয় ও রোগীদের সেবা প্রদান করা হবেও বলে জানান তিনি।