| ২৪ আগস্ট ২০২০ | ৯:৫৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 146 বার
কক্সাবাজারের টেকনাফে মাছ ধরার ট্রলার থেকে দেশে ইতিহাসে সবচেয়ে বড় ১৩ লাখ পিস ইয়াবার চালান জব্দ করা হয়েছে। এই ঘটনায় দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এব্যাপারে বিস্তারিত র্যাবের সংবাদ সম্মেলনে জানানো হবে।
সোমবার (২৪ আগস্ট) সকালে খুরুশকুল মাঝিরঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলো- রোহিঙ্গা সদস্য মো. আয়াজ ও মো. বিল্লাল। এসময় আটককৃতদের কাছ থেকে ১১ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন পাওয়া যায়। জব্দকৃত ইয়ার আনুমানিক মূল্য ৭ কোটি টাকা।
র্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার মেজর মেহেদী অভিযানের নেতৃত্ব দেন।
এব্যাপারে অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন।