| ২১ এপ্রিল ২০২০ | ১০:৪৪ অপরাহ্ণ | পড়া হয়েছে 343 বার
ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন রক্ষী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে।
অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আববার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্ত কারারক্ষি বিভিন্ন হাসপাতালে প্রিজন সেলে দায়িত্ব পালন করতেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগার ও সংশ্লিষ্টদের মধ্যে এই প্রথম একজনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হলো। কর্নেল আববার হোসেন বলেন, এখন পর্যন্ত কোনো বন্দীর মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়নি।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৪৩৪ জন। এতে দেশে করোনায় মোট আক্রান্ত দাঁড়িয়েছে তিন হাজার ৩৮২। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৯ জন। এ নিয়ে ভাইরাসটিতে দেশে ১১০ জনের মৃত্যু হলো।