| ০৫ জানুয়ারি ২০২১ | ৫:৫৬ অপরাহ্ণ | পড়া হয়েছে 58 বার
রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকায় শুটিং থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় টেলিভিশন অভিনেত্রী আশা চৌধুরী মারা গেছেন।
সোমবার মধ্যরাতে রাজধানীর দারুস সালাম এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।
গণমাধ্যমকে নাট্যনির্মাতা রোমান রুনি জানান, সোমবার রাতে শুটিং থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আশার মৃত্যু হয়েছে। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।
সর্বশেষ তিনি রুমান রুনি পরিচালিত ‘দ্য রিভেঞ্জ’ নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন।