| ০৩ জুন ২০২০ | ৭:০৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 386 বার
কুলাউড়া প্রতিনিধিঃ কুলাউড়ায় প্রথম ধাপে বরমচাল ও ভাটেরা ইউনিয়নের ৯৩ টি মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে প্রতিটি মসজিদে ৫০০০ টাকার চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এই উপহার তুলে দেয়া হয়।
উপজেলার বরমচাল ইউনিয়নের ৪৪ টি মসজিদ এবং ভাটেরা ইউনিয়নের ৪৯ টি মসজিদে ৫ হাজার টাকা করে চেক তুলে দেন উপজেলা চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাওঃ ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান, ইসলামিক ফাউন্ডেশনের কুলাউড়া উপজেলা ফিল্ড সুপারভাইজার আব্দুর রকিব, মডেল কেয়ার মাও. শিহাব উদ্দিন, মৌলভীবাজার-২ আসনের এমপির বিশেষ সহকারী সোহেল আহমদ প্রমুখ।
উল্লেখ্য বাংলাদেশের আড়াই লাখ মসজিদে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হচ্ছে।