| ০২ এপ্রিল ২০২১ | ৫:৪৪ অপরাহ্ণ | পড়া হয়েছে 227 বার
দেশব্যাপী হেফাজতে ইসলাম বাংলাদেশের আন্দোলনে ২০ জন মাদরাসা ছাত্র ও মুসল্লিদেরকে গুলিবিদ্ধ করে শহীদ করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুলাউড়া হেফাজতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ(২ এপ্রিল) বাদ জুমা কুলাউড়া উপজেলাধীন কটারকোনা বাজারে মাওলানা মাহদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন শায়খুল হাদিস মাওলানা হাফিজ শুয়াইব আহমদ। বক্তব্য রাখেন, মাওলানা আলতাফুর রহমান পিরেরবাজারী, মাওলানা আব্দুল মঈন আদিল, মাওলানা শামছুল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা বেলাল হাসান, মাসুম আহমদ সুমন সহ প্রমুখ।
সমাবেশে বক্তারা দাবী করেন, দেশব্যাপী শান্তিপূর্ণ আন্দোলনে ২০ জন ছাত্র ও মুসল্লিদেরকে যারা গুলিবিদ্ধ করে শহীদ করেছে, তাদেরকে আইনের আওতায় এনে শোকসন্তপ্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া। আহতদের সুচিকিৎসা দেওয়া।
আন্দোলনকারীদের উপর থেকে সকল মিথ্যে মামলা প্রত্যাহার করা এবং আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করা। সমাবেশে বক্তারা আর বলেন, তাদের এ দাবী বাস্তবায়িত না হলে কেন্দ্রীয় সীদ্ধান্ত মোতাবেক তাদের এ আন্দোলন অব্যাহত থাকবে।