| ১৩ সেপ্টেম্বর ২০১৯ | ১:১৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 561 বার
বিডি জনপ্রতাশাঃ মুক্ত স্কাউট গ্রুপ কুলাউড়ার আয়োজনে গ্রুপ লিডার তানভির হোসেন চৌঃ ইমুর প্রবাস যাত্রা উপলক্ষে এক সংবর্ধনা ও অনুষ্ঠানে ও ট্রুপ মিটিং এর আয়োজন করা হয়। এতে গ্রুপের উপদেষ্টা মামুনুর রশীদের সভাপতিত্বে ও গ্রুপ লিডার সাইদুল ইসলাম সাগরের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়ার রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহীম কুলাউড়া ব্যবসয়ায়ী কল্যাণ সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক নাজমুল বারী সোহেল,প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের,সীমান্তের ডাকের বার্তা সম্পাদক এস আলম সুমন,ব্যবসায়ী কল্যান সমিতির ওয়ার্ড মেম্বার এইচ ডি রুবেল,মুক্ত স্কাউট গ্রুপের সাবেক সভাপতি মুরশেদ আলম,সাধারন সম্পাদক সামছুউদ্দিন বাবু,সংর্বধিত অতিথি স্কাউট লিডার ইমু,প্রবাসী রুবেল আহমদ,ব্যবসায়ী সাইদুল ইসলাম সুমন,স্কাউট লিডার কামরান আহমেদ,সাহেদুল ইসলাম,জয়নাল আবেদিন,সুজন আহমেদ।
ইমুর সংবর্ধনা অনুষ্ঠান শেষে ট্রুপ মিটিং এ আগামী কমিটি নিয়ে আলোচনা ও নতুন কমিটির জন্য মামুনুর রশীদকে প্রধান করে ৬ জনকে দ্বায়িত্ব দিয়ে একটি সাব কমিটি করা হয়।শেষে সাবেক সাধারণ সম্পাদক সামছুউদ্দিন বাবু উনার বাসায় সকলে আপ্যায়ন করান।