বিডি জনপ্রত্যাশাঃ | ১৪ মে ২০২০ | ১:১৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 486 বার
বিডি জনপ্রত্যাশাঃ কুলাউড়ায় ” মানবিক হাজিপুর” সংগঠন দানশীল ব্যাক্তিগণের দৃষ্টি আকর্ষণ করছে। তাদের মানবিক হাজিপুর” সংগঠনের সাথে একাত্মতা পোষণ করার আহব্বান।
দ্বীনের আলো মাদ্রাসার শিক্ষকগণ ও খাদেমগণ,আর্থিকভাবে যারা একটু দুর্বল তাঁরা বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন।তাদের সম্মােনার্থে পাশে দাঁড়ানোর আশা পোষণ করছে ” মানবিক হাজিপুর” সংগঠন।
পৃথিবীব্যাপী করোনাভাইরাস ( Covid-19) এর প্রভাবে ক্ষতিগ্রস্ত আজ সমাজের সকল শ্রেণির মানুষ। এতদাসত্বেও যারা নিজ অবস্থান থেকে বিভিন্নভাবে সহযোগীর হাত বাড়িয়ে দিয়েছেন যা তাদেরকে খুবই অনুপ্রাণিত করেছে। এরই আলোকে তারা একটা পদক্ষেপ হাতে নিয়েছে।
প্রায় ২ মাস ধরে দ্বীনি প্রতিষ্ঠানগুলো বন্ধ।এমতাবস্থায় মানুষ গড়ার কারিগর ও বিভিন্ন দ্বীনের আলো মাদ্রাসার সম্মানিত শিক্ষকগণ ও খাদেমগণ,আর্থিকভাবে যারা একটু দুর্বল তাঁরা বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন।তাদের সম্মােনার্থে পাশে দাঁড়ানোর আশা পোষণ করছে ” মানবিক হাজিপুর” সংগঠন।
যার যার অবস্থান থেকে সার্বিক সহযোগিতা এই প্রত্যাশা করছে। প্রাথমিক ভাবে ১০০ জনকে ১০০০ টাকা মুল্যের ফুডপ্যাক উপহার দেওয়ার সিন্ধান্ত নিয়েছে। যা দেওয়া হবে সম্পুর্ণ প্রাইভেসি মেনটেইন করে যাতে উনাদের সম্মানে কোনো আঘাত না লাগে।
১/২/৪/৫ ফুট প্যাক অথবা টাকা বিকাশ/ব্যাংকের মাধ্যমে দিতে পারবেন। সার্বিক সহযোগীতা করার ঠিকানা মোঃ জুবায়ের আহমেদ সভাপতি মানবিক হাজিপুর Lecturer, Depertment of Zoology. Moulvibazar Govt. College. mob: 01759608801 ও সাধারণ সম্পাদক ইমরান আহমেদ Former Teacher KaniHati M.L High School. mobile – 01782546776