| ১৪ জুলাই ২০২০ | ৬:১৯ অপরাহ্ণ | পড়া হয়েছে 190 বার
স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে প্রাচীনতম সংগঠন জাতীয় তরুন সংঘের পক্ষ থেকে ৫০০ মানুষকে মাস্ক ও ১০০ ক্যাপ বিতরণ করা হয়েছে।
সমবার (১২ জুলাই ) সন্ধায় দক্ষিনবাজার অস্ত্র সংগঠনের অস্থায়ী অফিসে এ কার্যক্রম শুরুহয়।এ সময় উপস্থিত ছিলেন জাতিয় তরুণ সংঘ কুলাউড়ার সাধারণ সম্পাদক জুতি বিকাশ দে,শিক্ষক সুজিত দে, সিনিয়র সদস্য সামছুল ইসলাম, শফিক মিয়া আফিয়ান প্রমুখ।
কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার অনেক ওয়ার্ডের মানুষের মধ্যে মাক্স বিতরণ কালে সংগঠনের সভাপতি আবুল খয়ের ফয়ছল বলেন দেশের যে কোন দুর্যোগকালে আমার সংগঠন আমামাদের এলাকার মানুষকে সচেতনতার লক্ষে আমরা পাশে পাশে চিলাম ,বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ।