বিডি জনপ্রত্যাশাঃ | ২০ সেপ্টেম্বর ২০১৯ | ৭:৪০ অপরাহ্ণ | পড়া হয়েছে 549 বার
বিডি জনপ্রত্যাশাঃ কুলাউড়ার কৃতি সন্তান দেশের অনত্যম বিশিষ্ট শিল্পপতি আজম জে চৌধুরীর মালিকানাধীন প্রতিষ্টান এলপি গ্যাস ওমেরার বার্ষিক রিটেইলর সন্মোলন ২০ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে শহরের এক অভিজাত রেস্টুরেন্টে অনুস্টিত হয়। ওমেরা কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক অঞ্চলের ডিলার তরুন উদিয়মান ব্যবসায়ী সুরমান আহমদের সঞ্চালনায় অনুস্টানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া ব্যাবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল। সাধারন সম্পাদক ময়নুল ইসলাম শামিম। ওমেরা পেট্রলিয়ামের সিলেট এরিয়া ম্যানেজার গোলাম মুক্তাদির। মৌলভীবাজার সেলস অফিসার সাইফুর রহমান সাদ্দাম ও সিয়াম শাওক প্রমুখ। সন্মোলনে প্রায় ৮০ জন রিটেইলর ব্যাবসায়ী প্রতিনিধি অংশ গ্রহন করেন। অনুস্টান শেষে আগতদের জন্য ভূরিভোজন ও র্যাফেল ড্র অনুস্টিত হয়।