বিডি জনপ্রত্যাশা নিউজ ডেস্কঃ | ১৯ জুন ২০২০ | ৭:৪৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 1101 বার
বিডি জনপ্রত্যাশা নিউজ ডেস্কঃ মৌলভীবাজার জেলা কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের চান্দগাঁও (বনগাঁও) গ্রামের মখবুল হোসেন লন (৫৫) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ও একই ইউনিয়নের ভুইগাঁও গ্রামে বিয়ে বাড়ীতে বেড়াতে এসে কামাল হোসেন (৬) বছরের এক শিশু পুকুরে ডুবে মৃত্যু ঘটেছে।এছাড়াও হঠাৎ অসুস্থ হয়ে ১জন একজনের মৃতুর খবর পাওয়া গেছে।
জানা যায়, হাজীপুর ইউনিয়নের চান্দগাঁও (বনগাঁও) গ্রামের মখবুল হোসেন লন বিকালে ৩ টায় পানির পাম্পে বিদ্যুৎ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন অন্য দিকে একই ইউনিয়নের ভুইগাও খছরু মিয়ার মেয়ের বিয়েতে নানীর সাথে আসা কুলাউড়া মনসুর গ্রামের আলকাছ মিয়ার ছেলে কামাল হোসেন ৬ পুকুরে পড়ে মৃত্যু ঘটেছে।
পাইকপাড়া বাজারে হঠাৎ অসুস্থ হয়ে আতিকুর রহমান (৫২) নামের একজন মারা গেছেন তিনি ইউনিসেফের একটি প্রকল্পে কাজ করতেন বলে জানা গেছে।তিনি বাড়ী কিশোরগঞ্জ।