| ২৭ মে ২০২০ | ৬:৫৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 533 বার
বিডি জনপ্রত্যাশাঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কটারকোনা বাজারে চা্লের আড়ত পাল ট্রেডার্সে দুঃসাহসিক চুরি ঘটনা সংঘটিত হয়েছে।
গতকাল ২৬ মে মঙ্গলবার রাতে কটারকোনা শমশেরনগর সড়কের পাশে কটারকোনা বাজারে চালের আড়ত পাল ট্রেডার্সের পিছনের দেয়াল ভেংগে চুরি সংঘটিত হয়।
জানাযায় রাত ৯ টার পর যেকোনো এক সময় চোরেরা পাল টেডার্স নামক ওই দোকানের পিছনের দেওয়ালে বড় ভাঙ্গনের মাধ্যমে গোঘল সৃষ্টি করে দোকানে প্রবেশ করে দোকানের ক্যাশ লুট করে নেয়। পাল টেডার্সের সত্ত্বাধিকারী গৌরাঙ্গ পাল জানান চোরেরা তার প্রায় ৩ লক্ষ টাকা লুটে নিয়েছে। গত কয়েকদিন ব্যাংক বন্ধ থাকায় এ টাকা ক্যাশে দোকানে জমা ছিলো। তিনি জানান বাড়ি গ্রামের ভিতরে হওয়ায় এবং বাজারে পাহারাদার থাকায় তিনি টাকা বাড়িতে নেননি। এই টাকা আজ ব্যাংকে জমা করার কথা ছিলো।
ঘটনাস্থল দেখতে আসেন হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু ও কটারকোনা বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি ইয়াকুব আলী তারা ঘঠনার সুষ্ঠ তদন্ত দাবি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে উর্দ্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।