| ০২ অক্টোবর ২০১৯ | ১০:০১ অপরাহ্ণ | পড়া হয়েছে 451 বার
শাহ ইসমাইল নিজস্ব প্রতিনিধিঃ গত ২৮শে সেপ্টেম্বর শনিবার টরন্টো’র ডেন্টোনিয়া পার্কে অনুষ্ঠিত হয়ে গেল ডেন্টোনিয়া ফুটবল ক্লাবের আয়োজনে বাংলাদেশ কাপ ফুটবল প্রতিযোগিতা ২০১৯ মোট আটটি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। শ্বাসরুদ্ধকর এই খেলায় ডেন্টোনিয়া ফুটবল ক্লাবকে হারিয়ে ওয়াটার লু লেড’স চ্যাম্পিয়ান হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অন্টারিও পার্লামেনট মেম্বার ডলি বেগম। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে জনাব, রেশাদ চৌঃ জামিল আহমদ আব্দুল জব্বার/মুজিবুর রহমান মঈনুল ইসলাম জাকারিয়া রশিদ চৌঃ মিলাদ চৌঃ প্রমুখ।