| ৩১ আগস্ট ২০২০ | ১০:২৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 337 বার
ধর্ম মন্ত্রনালয়ে উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস- ২০২০ উপলক্ষে অনলাইনে অনুষ্ঠিত বিভাগীয় ও জাতীয় পর্যায়ে প্রতিযোগীতায় মৌলভীবাজার জেলার বিজয়ী (৭ই মার্চের ভাষণে) মোঃ শাহরিয়ার ইসলাম মাহি ও (ক্বিরাতে) আব্দুল্লাহ বিন নুর দুজনকে চেক, বই, সনদপত্র, স্যনিটাইজেশন সামগ্রী প্রদান করে মৌলভীবাজার জেলা প্রশাসন।
জাতীয় শোক দিবস- ২০২০ উপলক্ষে বিদ্যালয়, উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে মৌলভীবাজার জেলার দুইজন কিরাত্ব, ভাষণে জয়লাভ করেন।
সম্প্রতি জেলা প্রশাসক কার্যালয়ে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে মৌলভীবাজার ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রসাসক (সার্বিক) মোঃ মামুনুর রশীদ।
মোঃ শাহরিয়ার ইসলাম মাহি কমলগঞ্জ উপজেলার বিএএফ শাহীন কলেজ শমশেরনগরের বিজ্ঞান বিভাগের দশম শ্রেনীর ছাত্র। মাহি কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের সাংবাদিক ছয়ফুল আলম সাইফুল ও আইসিটি শিক্ষক মোঃ আয়শা খানমের প্রথম ছেলে।