বিডি জনপ্রত্যাশাঃ | ১৮ আগস্ট ২০১৯ | ৭:০৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 554 বার
সুইডিশ কোম্পানি জিগো বিশেষ একটি অ্যাপ ডেভেলপের ঘোষণা দিয়েছে। এই বিশেষ অ্যাপ অবিবাহিতের জন্য বলা হলেও কি সুবিধা পাবে অ্যাপ ব্যবহারকারীরা সে বিষয়ে কিছু পরিষ্কার করে বলেনি প্রকিষ্ঠানটি। আগামী বছরের শুরুতে অ্যাপটি ব্যবহার করা যাবে নিশ্চিত করেছে জিগো।