| ০৬ নভেম্বর ২০১৯ | ১২:৩৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 386 বার
গত ৫ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা থেকে দেশের মূল আলোচনায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। আলোচনার কারণ নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে বেশকিছু ছবি সহ নিজের ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে মিথিলার। যা নিয়ে দিন জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলেছে আলোচনা সমালোচনা।
তবে এই ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর এই প্রসঙ্গে নিজের অবস্থানের কথা জানিয়েছেন মিথিলা। মঙ্গলবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১০টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই অভিনেত্রী জানিয়েছেন, কী ঘটেছে তার কোনও ব্যাখ্যা দিতে আসিনি। বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার কিছু ব্যক্তিগত ছবি নিয়ে যা হয়েছে সেই সম্পর্কে নিজের অবস্থান পরিষ্কার করতে চাই। এসব ছবির কিছু বাস্তব, কিছু মনগড়া। আমার সুনাম ক্ষুণ্ণ করতে কিছু অপরাধী প্রতিহিংসাপরায়ণ হয়ে এগুলো অনলাইনে ছেড়ে দিয়েছে। তার (ফাহমি) ফেসবুক প্রোফাইল হ্যাক হয়েছিল। তখনই অপরাধীরা খারাপ উদ্দেশ্যে ব্যবহারের জন্য এগুলো খুঁজে নিয়েছে। এখানে ডেটিং শব্দটির ওপর জোর দিতে চাই, যার অর্থ আমরা একটি সম্পর্কে ছিলাম। সহজভাবে বললে দুটি মানুষ একে অপরের সঙ্গে জড়ালে ঘনিষ্ঠ মুহূর্ত কাটায়, ছবি তোলে। প্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এগুলো ভাগ করে নেয়। তবে নিজের গোপনীয়তা রক্ষা করতে না পারার দায় আমারই।